Wednesday, 5 June 2013


শুধু  নীলু  জন্য 

6th June, 2013

 

নীলাঞ্জন , তুমি  এলে ?

ক্লান্তি ধোয়া  বৃষ্টি  ঢেলে

নীলাঞ্জন , তুমি গেলে 

শীতার্ত  রাত এর  একাকিত্ত্য তে  ফেলে ।।

 

নীলাঞ্জন , তোমার মাথা ,

তাতে  KC  Paul  এর  ছাতা  

নীলাঞ্জন , তোমার চোখ 

তাতে  Fast  Track চেয়ে  দেখে  লোক ।।

 

নীলাঞ্জন , তোমার কান 

তাতে গোঁজা ipad  এর  গান  

নীলাঞ্জন , তোমার গাল 

মাছি  তাতে পিছলে না  পায়  টাল ।।

 

নীলাঞ্জন , তুমি কি  সায়ন  এর সুদেষ্ণা ?

তুমিই  কি মেটাবে  সায়ন  এর  প্রেম  বাসনা ?

তুমিই  কি হবে  রাজর্ষি    মেঘ  মল্লার ?

ঋতুপর্ণ   ভক্ত  দের  কাছে  এই  কি  তোমার  উপহার?

No comments: