আমাদের এই কজনা
7th June, 2013
কিছু লোক
মিলে একটি দল গড়ে তোলে
আনন্দে
ঘোরে খায় , পরিবার ভোলে ।
কাজ করে
আনন্দে , শিক্ষা দান ব্রত ,
ডকুমেন্ট
, পিপিটি , বানায় শত শত ।।
মধ্যমণি শান্তনু , এনাদের নেতা ,
আনন্দে গড়েন দল , তিনিই মূল হোতা ।
তেনার টানে হয়্দেরাবাদ থেকে এলেন মৃণাল ,
বৃষ স্কন্ধ , মহা ভুজ , খান শুধু রুটি আর ডাল ।।
সন্দীপ ভট্টাচার্য এলেন , এলেন প্রধান ,
অনিন্দ্য এবং সুমিত এলেন, গেয়ে ঐক্য র গান ।
নীলাঞ্জন এসে সামলান ডকুমেন্টেশন ,
আর সবার বন্ধু রূপী দেব গাঙ্গুলী - সবারে শুধু হাসান ।।
সন্দীপ ফুটবল রত্ন , ফ্রেঞ্চ কাট দাড়ি ,
অধুনা মনস্থ করেছেন কিনিবেন বাড়ি ।
প্রধান এর রন্ধন শিল্প অতুলনীয় ,
সকলের ছোট ভাই , আত্মীয় -স্থানীয় ।।
অনিন্দ্য হলেন ডেমো জগতের শাহেনশাহ ,
শান্ত ভাবে সকলের টানেন পা ।
সুমিত প্রাণভোমরা , প্রাণ শক্তিতে ভরপূর ,
ছোটবেলায় হব্বি ছিল মৌমাছি পোষা । বাড়ি মেদিনী পুর ।।
নীলাঞ্জন হয়েছেন সকলের নীলু ,
ইভেন্ট -ম্যানেজার , প্রিয় রঙ ব্লু ।
দেবব্রত গাঙ্গুলী আজ সকলের দেবু ,
ভাত -মাছ প্রিয় তার , সঙ্গে গন্ধরাজ লেবু ।।
জয়ন্ত হলো সকলের স্নেহের পাত্র ,
সামান্য করণিক , প্রতিভা কণামাত্র ।
সকলে মিলিয়া শান্তি র সংসার ,
সকলেই বুদ্ধিমান , সকলেই ষ্টার ।।
No comments:
Post a Comment