Monday 29 July 2013

মহায়ন ও সায়ন

মহায়ন ও সায়ন
মহায়ন পড়ে পড়ে পেকে গেল খোকা
মাথার মধ্যে প্যাঁচ , মুখটি বোকা বোকা ।
গভীর রাতে তে কি করে হে সায়ন ?
একাকী পড়িয়া চলে কাব্য মহায়ন ।।
উত্তেজনায় তার লাল হয় মুখ
শরীর চায় যে পেতে নিষিদ্ধ সুখ !
উষ্ণ শরীর তার ভিজে যায় ঘামে
আর পায় না সইতে ,প্রসবন নামে ।।
বল সবে , বলো সবে , শুভ সায়ন কথা
যৌবন যাতনা তার , অকথিত ব্যথা ।।
 
29th July 2013

Wednesday 3 July 2013

A SHORT TRIBUTE TO MAINAK MUKHERJEE ON HIS 30TH BIRTHDAY

A SHORT TRIBUTE TO MAINAK MUKHERJEE ON HIS 30TH BIRTHDAY:

There aren't many to smile with your incandescence
Colleagues at RS feel acutely your absence.
Your coming to ORGA was our fortune moment
Your presence to us sheer goodness lent.
You help others with no thought of your own
With knowing you, a relationship is sown.
A relationship based on mutual regard
Where camaraderie reigns & selfishness is barred.

-- a non-technical friend.

Wednesday 5 June 2013


শুধু  নীলু  জন্য 

6th June, 2013

 

নীলাঞ্জন , তুমি  এলে ?

ক্লান্তি ধোয়া  বৃষ্টি  ঢেলে

নীলাঞ্জন , তুমি গেলে 

শীতার্ত  রাত এর  একাকিত্ত্য তে  ফেলে ।।

 

নীলাঞ্জন , তোমার মাথা ,

তাতে  KC  Paul  এর  ছাতা  

নীলাঞ্জন , তোমার চোখ 

তাতে  Fast  Track চেয়ে  দেখে  লোক ।।

 

নীলাঞ্জন , তোমার কান 

তাতে গোঁজা ipad  এর  গান  

নীলাঞ্জন , তোমার গাল 

মাছি  তাতে পিছলে না  পায়  টাল ।।

 

নীলাঞ্জন , তুমি কি  সায়ন  এর সুদেষ্ণা ?

তুমিই  কি মেটাবে  সায়ন  এর  প্রেম  বাসনা ?

তুমিই  কি হবে  রাজর্ষি    মেঘ  মল্লার ?

ঋতুপর্ণ   ভক্ত  দের  কাছে  এই  কি  তোমার  উপহার?

আমাদের এই কজনা

7th June, 2013

কিছু লোক মিলে একটি দল গড়ে তোলে

আনন্দে ঘোরে খায় , পরিবার ভোলে ।

কাজ করে আনন্দে , শিক্ষা দান ব্রত ,

ডকুমেন্ট , পিপিটি , বানায় শত শত ।।

 

মধ্যমণি শান্তনু , এনাদের নেতা ,

আনন্দে গড়েন দল , তিনিই মূল হোতা

তেনার টানে হয়্দেরাবাদ থেকে এলেন মৃণাল ,

বৃষ স্কন্ধ , মহা ভুজ , খান শুধু রুটি আর ডাল ।।

 

সন্দীপ ভট্টাচার্য এলেন , এলেন প্রধান ,

অনিন্দ্য এবং সুমিত এলেন, গেয়ে ঐক্য গান

নীলাঞ্জন এসে সামলান ডকুমেন্টেশন ,

আর সবার বন্ধু রূপী দেব গাঙ্গুলী - সবারে শুধু হাসান ।।

 

সন্দীপ ফুটবল রত্ন , ফ্রেঞ্চ কাট দাড়ি ,

অধুনা মনস্থ করেছেন কিনিবেন বাড়ি

প্রধান এর রন্ধন শিল্প অতুলনীয় ,

সকলের ছোট ভাই , আত্মীয় -স্থানীয় ।।

 

অনিন্দ্য হলেন ডেমো জগতের শাহেনশাহ ,

শান্ত ভাবে সকলের টানেন পা

সুমিত প্রাণভোমরা , প্রাণ শক্তিতে ভরপূর ,

ছোটবেলায় হব্বি ছিল মৌমাছি পোষা বাড়ি মেদিনী পুর ।।

 

নীলাঞ্জন হয়েছেন সকলের নীলু ,

ইভেন্ট -ম্যানেজার , প্রিয় রঙ ব্লু

দেবব্রত গাঙ্গুলী আজ সকলের দেবু ,

ভাত -মাছ প্রিয় তার , সঙ্গে গন্ধরাজ লেবু ।।

 

জয়ন্ত হলো সকলের স্নেহের পাত্র ,

সামান্য করণিক , প্রতিভা কণামাত্র

সকলে মিলিয়া শান্তি সংসার ,

সকলেই বুদ্ধিমান , সকলেই ষ্টার ।।