মহায়ন ও সায়ন
মহায়ন পড়ে পড়ে পেকে গেল খোকা
মাথার মধ্যে প্যাঁচ , মুখটি বোকা বোকা ।
গভীর রাতে তে কি করে হে সায়ন ?
একাকী পড়িয়া চলে কাব্য মহায়ন ।।
উত্তেজনায় তার লাল হয় মুখ
শরীর চায় যে পেতে নিষিদ্ধ সুখ !
উষ্ণ শরীর তার ভিজে যায় ঘামে
আর পায় না সইতে ,প্রসবন নামে ।।
বল সবে , বলো সবে , শুভ সায়ন কথা
যৌবন যাতনা তার , অকথিত ব্যথা ।।
29th July 2013